কুতুবদিয়ায় ৮ অস্ত্রসহ ইউপি মেম্বার আটক

আগের সংবাদ

মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৩ জলদস্যু আটক

পরের সংবাদ

হিন্দি সিনেমা আমদানিতে পরিচালক সমিতির শর্ত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ৫:৩৮ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ৫:৩৮ অপরাহ্ণ

বাংলাদেশে ‘পাঠান’ সিনেমা প্রদর্শনের প্রস্তাব আসার পর থেকেই হিন্দি ছবির আমদানি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এরই মধ্যে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার দাবি করেছেন বাংলাদেশে পাঠান বা কোনো হিন্দি সিনেমা চালালে আয়ের ১০ শতাংশ দিতে হবে শিল্পী সমিতিকে। সেটা নিয়ে বিতর্কের মধ্যেই এবার হিন্দি ছবি আমদানিতে শর্ত আরোপ করল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এফডিসির পরিচালক সমিতির কার্যালয়ে এ সংক্রান্ত সভা হয়। সেখানে বেশ কিছু শর্তে হিন্দি ছবি আমদানির পক্ষে মত দেন সমিতির নেতারা।

শর্তগুলো হলো-মাসের প্রথম দুই সপ্তাহে হিন্দি ছবি চালানো যাবে না। বছরের দুই ঈদে মুক্তি দেওয়া যাবে না কোনো হিন্দি ছবি। বছরে ছয়টি বা ১০টি ছবি আসতে পারবে। হিন্দি ছবি আমদানির মেয়াদকাল হবে দুই বছর। এ ছাড়া আরও কিছু শর্তের কথা উল্লেখ করা হয়।

এদিকে সাফটা চুক্তির আওতায় শাহরুখ খানের ‘পাঠান’ ছবিটি আনতে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বরাবর আবেদন করে। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে আমদানি-রপ্তানিসংক্রান্ত কমিটি সভাও করেছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ বলেন, “আমরা ‘পাঠান’ নিয়ে আলাদা কোনো মিটিং করিনি। হিন্দি ছবি আমদানির পুরো প্রক্রিয়া নিয়ে আমাদের কথা হয়েছে। আমাদের হল বাঁচাতে, সিনেমার রক্তধারা প্রবাহিত করার জন্য ভারতীয় হিন্দি ছবি চলবে কী চলবে না, এ ব্যাপারে আমি মিটিংয়ে কমিটির সবার মতামত চেয়েছিলাম। আগের কিছু শর্তের সঙ্গে বর্তমান কিছু শর্ত যোগ করে হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত দিয়েছি আমরা। মিটিংয়ের সিদ্ধান্তগুলো শিগগিরই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বরাবর পাঠানো হবে। তার আগে চলচ্চিত্র-সংশ্লিষ্ট ১৮ সংগঠনেরও মতামত নেওয়া হবে।’

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়