স্বাস্থ্য ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ

আগের সংবাদ

ভাঙনের ঝুঁকিতে চরফ্যাশন সরকার হারাচ্ছে রাজস্ব

পরের সংবাদ

সাক্ষাৎকারে ডা. এ বি এম আব্দুল্লাহ

ভবিষ্যৎ প্রজন্ম বৈকল্য নিয়ে বেড়ে উঠছে

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ৮:৩৭ পূর্বাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ৮:৩৭ পূর্বাহ্ণ

ইমেরিটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ বলেছেন, বায়ুদূষণ কিংবা পরিবেশ দূষণ পৃথিবীব্যাপীই এটি বড় সমস্যা। আমাদের দেশেও এই সমস্যা বাড়ছে। বিশেষ করে ঢাকা বায়ু দূষণের শীর্ষে। বায়ু দূষণের অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে- ইটের ভাটা, গাড়ির কালো ধোঁয়া, অবকাঠামো নির্মাণ, রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ, সবুজায়নের অভাব। অবকাঠামো নির্মাণ ও রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে হয় তাহলে বায়ুদূষণ কমবে। সিটি করপোরেশনের পক্ষ থেকে বিশেষ করে ঢাকা শহরে রাস্তাগুলোতে পানি ছিটানোর উদ্যোগ নিতে পারে। সেইসঙ্গে বেশি করে গাছ লাগাতে হবে।

সম্প্রতি তিনি একান্ত সাক্ষাৎকারে ভোরের কাগজকে এসব কথা বলেন।

বায়ু দূষণের কারণে স্বাস্থ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে প্রখ্যাত এই মেডিসিন বিশেষজ্ঞ বলেন, পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। কারণ গর্ভের শিশু থেকে বয়স্ক- কেউই এই বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব থেকে বাদ যাচ্ছে না। অ্যাজমা, হাঁপানি, হৃদরোগ, ফুসফুসের সমস্যার পাশাপাশি চর্মরোগ বাড়ছে। তবে গর্ভস্থ সন্তানের ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি। এই শিশুগুলো হাবাগোবা হবে। জন্মগত ত্রæটি নিয়ে বড় হবে। অথচ এরাই দেশের ভবিষ্যৎ। আমাদের এখনই জোরালো উদ্যোগ নিতে হবে।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়