ডলার দেশে আনার প্রক্রিয়া সহজ হলো

আগের সংবাদ

৩ আসনে নৌকা জয়ী বাকি ৩টিতে অন্যরা

পরের সংবাদ

‘ধূমকেতু’ ছবির নির্মাতা শফিক হাসান গ্রেপ্তার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ১:২০ পূর্বাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ১:২০ পূর্বাহ্ণ

ঢাকাই সিনেমায় পাপারাজ্জি কালচারের জনক শাকিব খান ও চিত্রনায়িকা পরী মণিকে নিয়ে ‘ধূমকেতু’ ছবি নির্মাণ করেছেন নির্মাতা শফিক হাসান। এই পরিচালককে সাড়ে আট লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে এফডিসি থেকে তেজগাঁও থানার পুলিশ গ্রেপ্তার করে তাকে। পরদিন রবিবার ঢাকার সিএমএম আদালত আসামিকে জেলে পাঠানোর নির্দেশ দেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগ আছে, ‘ধূমকেতু’ ও ‘স্বপ্ন ছোঁয়া’ সিনেমা দুটির প্রযোজক বিদেশে থাকার সুযোগে রুবেল নামের এক ব্যক্তিকে ভুয়া মালিক বানিয়ে সিনেমা দুটির স্বত্ব দুই জায়গায় বিক্রি করেছেন নির্মাতা শফিক হাসান। পরে বিষয়টি জানাজানি হলে টেলিভিশন স্বত্ব কেনা চ্যানেল এটিএন বাংলা শফিকের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ তাকে আটক করে।

তেজগাঁও থানার উপপরিদর্শক শাহজাহান বলেন, অর্থ সংক্রান্ত প্রতারণার মামলায় শফিক হাসানকে গ্রেপ্তার করা হয়। মাসখানেক আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার এক কর্মকর্তা বাদী হয়ে নির্মাতা শফিক হাসান ছাড়াও মাহমুদুর রহমান রুবেল, তার স্ত্রী তামান্না আক্তার ও মেহেদি হাসান সোহাগ নামের আরও তিনজনের বিরুদ্ধে মামলা করেন। শনিবার রাত সাড়ে আটটার দিকে এফডিসি থেকে শফিক হাসানকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে তাকে জিজ্ঞাবাদ করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

শাকিব খান, পরী মণিকে নিয়ে ‘ধূমকেতু’ ছাড়াও তিনি ‘বাহাদুরি’ নামে সিনেমারও পরিচালক। এই ছবিতে নায়ক হিসেবে আছেন জায়েদ খান। পরীমণিকে নিয়ে ‘দ্য অ্যাডভাইসার’, শাকিব খানকে নিয়ে ‘বিদ্রোহী নজরুল’ ও নায়িকা অধরা খানকে নিয়ে ‘বাটপার-দ্য ফ্রড’ সিনেমাসহ একাধিক সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়