দেশের উত্তরাঞ্চলে অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রি স্থাপনের আহ্বান

আগের সংবাদ

বাইডেনের বাড়িতে এফবিআইয়ের ৪ ঘণ্টা তল্লাশি

পরের সংবাদ

খুলনায় মুক্তি পাচ্ছে নিগার বানুর ‘নোনা পানি’

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ৪:৫৪ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ৪:৫৪ অপরাহ্ণ

খুলনার দক্ষিণাঞ্চলের একটি গ্রামের কয়েকটি চরিত্র নিয়ে নির্মিত হয়েছে ‘নোনা পানি’ সিনেমা। কাহিনি বিন্যস্ত হয়েছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে তাদের দৈনন্দিন জীবনকে কেন্দ্র করে।নোনা পানি চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালক সৈয়দা নিগার বানু। সিনেমাটিতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জয়িতা, বিলকিস বানু, রুবেলসহ আরো একঝাঁক অভিনয়শিল্পী।

দুই ঘণ্টা পাঁচ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্র ফেব্রুয়ারিতেই মুক্তি পেতে যাচ্ছে। এই মুক্তি উপলক্ষে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) খুলনায় একটি প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়েছে। বেঙ্গল ক্রিয়েশনস্ সহযোগিতায় সিনেমাটির প্রযোজক লুভা নাহিদ চৌধুরী।

মূলত গল্পে দেখা যাবে, সমগ্র চলচ্চিত্রটির মুড তার পরিবেশ-প্রতিবেশের টানাপোড়েনের সঙ্গে সামঞ্জস্য। জাল দিয়ে চিংড়ির রেণু ধরার মতো করে চলচ্চিত্র নোনা পানি ধরতে চায় চরিত্রগুলোর জীবনের বিভিন্ন টুকরোকে। এই সিনেমায় নেই তথাকথিত কোনো উপসংহার বরং প্রধান চরিত্রগুলোর নিত্যদিনের যাপিত জীবনের আত্মিক এবং বাহ্যিক ভগ্নাংশগুলোকে একত্রিত করে নাটকীয় ও সৃজনশীলভাবে উপস্থাপন করাই মূল উদ্দেশ্য। যাত্রাপালার মঞ্চায়ন সিনেমাটিকে ‘সিনেমার ভেতরে আরেকটি সিনেমার বৈশিষ্ট্য দিয়েছে। কিন্তু জীবন কোনো যাত্রাপালা নয়, বরং সিনেমাটি আমাদের দেখায়, জীবন তারচেয়েও বেশি কিছু।

সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, আমি তথাকথিত একটি চরিত্রকে কেন্দ্র করে, কোনো টান টান উত্তেজনাপূর্ণ গল্প দর্শককে বলতে চাইনি। আমি আসলে কোনো গল্পই বলতে চাইছি না। কারণ, গল্পের মতো মানুষের জীবন নয় বরং মানুষের জীবন গল্পের থেকেও বড়।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়