×

বিনোদন

হেরে গেলেন হিরো আলম, জয় তানসেনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৫ পিএম

হেরে গেলেন হিরো আলম, জয় তানসেনের

রেজাউল করিম তানসেন (বাঁয়ে) ও হিরো আলম

হেরে গেলেন হিরো আলম, জয় তানসেনের

হিরো আলম: ১৯,৪৮৬ রেজাউল: ২০,৪৩৭

বগুড়া-৪ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী রেজাউল করিম তানসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অল্প ভোটের ব্যবধানে হেরে গেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

৯৫১ ভোটের ব্যবধানে হেরে গেছেন বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। একতারা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৯ হাজার ৪৮৬ ভোট। এ আসনে জয় পেয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম তানসেন। মশাল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২০ হাজার ৪৩৭ ভোট।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে বগুড়ার দুইটিসহ মোট ৬ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির এমপিরা পদত্যাগের ঘোষণা দিলে এ আসনগুলো শূন্য হয়।

প্রসঙ্গত, বগুড়া-৬ (সদর) এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন হিরো আলম। নির্বাচন কমিশন একদফা তার প্রার্থিতা বাতিল করলেও পরে আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি।

বগুড়া-৬ আসনের ১৪৩টি কেন্দ্রের মধ্যে ৭৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল: প্রাপ্ত ভোট আওয়ামী লীগ রাগেবুল আহসান রিপু (নৌকা) ২৩৮১৩, স্বতন্ত্র আব্দুল মান্নান আকন্দ (ট্রাক) ১২১০৬, স্বতন্ত্র আশরাফুল আলম হিরো (হিরো আলম) একতারা প্রতীকে ২৭১৫ ভোট;

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App