×

সারাদেশ

মধ্যপাড়া খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৮ এএম

মধ্যপাড়া খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান

ফাইল ছবি

পার্বতীপুরে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এর উৎপাদন ঠিকাদার জিটিসি’র অধীনে কর্মরত খনি শ্রমিকদের ছেলেমেয়েদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা বৃত্তির এ অর্থ প্রদান করে।

খনির গেটের সামনে পার্বতীপুর-মধ্যপাড়া-ঢাকা মহাসড়কের পাশে স্থাপিত ‘জিটিসি চ্যারিটি হোম’ এ জিটিসি’র নির্বাহী পরিচালক মো. জাবেদ সিদ্দিকীর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন শিক্ষার্থীদের মাঝে এ অর্থ তুলে দেন। এছাড়াও নন এমপিও মধ্যপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানের হাতে শিক্ষক কর্মচারীদের ধারাবাহিক আর্থিক সহায়তা হিসেবে ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে জিটিসি খনি শ্রমিকদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫২ জন ছেলেমেয়ের প্রত্যেককে প্রতিমাসে নগদ ১ হাজার টাকা প্রদান করে আসছে। একই সাথে নন এমপিও মধ্যপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের আর্থিক সহায়তা হিসেবে প্রতিমাসে ৫০ হাজার টাকা প্রদান করছে। ঠিকাদারী প্রতিষ্ঠান খনি এলাকায় সামজিক কর্মকান্ডে অংশ গ্রহন বাড়াতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App