×

জাতীয়

ছাদ কৃষিতে গাঁজার চাষ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৫ এএম

ছাদ কৃষিতে গাঁজার চাষ!
ছাদ কৃষিতে গাঁজার চাষ!

ছবি: ভোরের কাগজ

দন্ত চিকিৎসক ছেলেসহ বাবা গ্রেপ্তার

শহর এলাকাতে ছাদ কৃষির বিষয়ে ব্যাপক উৎসাহ দেখা গেলেও তার উল্টো চিত্র দেখা গেছে রাজধানীর ডেমরা এলাকার একটি বাড়িতে। চারতলা ওই বাড়ির ছাদে ফুল বা সবজির পরিবর্তে হচ্ছিলো গাঁজার চাষ। এমন অভিযোগের প্রেক্ষিতেই দন্ত চিকিৎসক ছেলে ও বাবাকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- দন্ত চিকিৎসক ছেলে মো. মাহমুদুল হাসান (২৯) ও বাবা হাজী আব্দুল ওহাব (৬৬)।

মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের ডেমরা জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস ভোরের কাগজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মো. সামসুদ্দোহা ও তার একটি চৌকস দল ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর একটি বাড়ির ৪র্থ তলার ছাদে অভিযান চালায়। এ সময় দেখা যায় দুটি টবে গাঁজার চাষ করা হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে দন্ত চিকিৎসক ছেলে ও বাবাকে গ্রেপ্তার করা হয়। পাঁচ মাস ধরে চাষ করে গাছটি বড় করেছিল তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App