×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন উপনির্বাচনে ভাঙচুর, গোলাগুলি-বোমাবাজি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন উপনির্বাচনে ভাঙচুর, গোলাগুলি-বোমাবাজি

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র পার্টির প্রধান নির্বাচন কার্যালয়ে ভাঙচুর, গোলাগুলি ও বোমাবাজি হয়েছে। ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন উপনির্বাচনে ভাঙচুর, গোলাগুলি-বোমাবাজি
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন উপনির্বাচনে ভাঙচুর, গোলাগুলি-বোমাবাজি
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন উপনির্বাচনে ভাঙচুর, গোলাগুলি-বোমাবাজি

চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের প্রধান প্রচার অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। একই সময় সামিউল হক লিটনের মাঝপাড়ার বাড়ীতেও হামলার চেষ্টা করেছে নৌকার সমর্থকরা।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মাঝপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

পরে পুলিশ বিজিবি ও রাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পরপরই দুপুর আড়াইটার দিকে নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে ব্যাপক গোলাগুলি ও বোমাবাজির ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স।

এ প্রসঙ্গে আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন অভিযোগ করেছেন, দুপুর আড়াইটার দিকে নৌকার সমর্থকরা ককটেল ফাটিয়ে তার প্রধান প্রচার অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে ও বাড়িতেও হামলার চেষ্টা করে। এসময় তার সমর্থকরা ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তবে কেউ আহত হওয়ার খবর নিশ্চিত করতে পারেননি তিনি। ঘটনার পর থেকেই পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App