×

সারাদেশ

আকাশ মেঘলা থাকায় ভোটার উপস্থিতি কম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৯ পিএম

আকাশ মেঘলা থাকায় ভোটার উপস্থিতি কম

ছবি: ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। ভোটার উপস্থিতি না থাকার বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেছেন, আজকে দিনটা মেঘলা। সে কারণে ভোটার উপস্থিতি কম। তবে আমরা আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা সর্বাত্বক প্রস্তুতি নিয়েছি। সকাল সাড়ে ৮টা থেকে ভোট শুরু হয়েছে, এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পায়নি। যেহেতু ইভিএমে ভোটগ্রহণ নতুন হওয়ায় ভোটার তার ভোট কোন বুথে, তা না বুঝে অন্য বুথে চলে যাচ্ছে। এই একটি সমস্যা ছাড়া, আর কোনো সমস্যা নেই।

পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, কয়েকটা কেন্দ্র ঘুরে দেখলাম। সব জায়গায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। আশা করি ভোটাররা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ভোট দিয়ে ভোট উৎসবটা এনজয় করতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App