ঝাড়খণ্ডে বহুতল ভবনে আগুন, নিহত ১৪

আগের সংবাদ

দূষিত শহরের তালিকায় ঢাকা আজ ৯ম

পরের সংবাদ

আইএমএফ

বিশ্ব অর্থনীতি আবারো ঘুরে দাঁড়াচ্ছে

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩ , ১০:২০ পূর্বাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৩ , ১০:২০ পূর্বাহ্ণ

দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন ‘শূন্য করোনা নীতি’ শিথিল করার পর বিশ্ব অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

স্থানীয় সময় মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এমনটি জানিয়েছে আইএমএফ। খবর- নিউইয়র্ক টাইমসের।

আইএমএফ মনে করছে, বিশ্বে উচ্চ মুদ্রাস্ফীতি, উচ্চ সুদের হার ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতেও অর্থনীতির গতিচাঞ্চল্য দেখা গেছে। বিশ্ব অর্থনীতি এই বছর ২.৯ শতাংশ বৃদ্ধি পাবে।

এর আগে গত অক্টোবরে আইএমএফ ভবিষ্যদ্বাণী করেছিল যে, ২০২৩ সালে বিশ্ব অর্থনীতি ২.৭ শতাংশ বৃদ্ধি পাবে। ২০২২ সালে এই বৃদ্ধির হার ছিল ৩.৪ শতাংশ।

আইএমএফ আশা করছে, মূল্যস্ফীতি গত বছরের ৮.৮ শতাংশ থেকে কমে এ বছর ৬.৬ শতাংশে নামবে। ২০২৪ সালে তা আরও কমে ৪.৩ শতাংশ হবে।

প্রসঙ্গত, এক বছর ধরে সারা বিশ্বে উচ্চ মূল্যস্ফীতি চলছে, যার অন্যতম কারণ বিশ্বব্যাপী পণ্য পরিবহনে ভাড়া বৃদ্ধি।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়