বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান জয়ী

আগের সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

পরের সংবাদ

এলসিতে সমস্যা সমাধানে গভর্নরের সঙ্গে বিএবি নেতাদের বৈঠক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩ , ১০:১২ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৩ , ১০:১২ অপরাহ্ণ

এলসির সমস্যা-সমাধানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বৈঠক করেছেন বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) নেতারা।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিএবি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে ১১ ব্যাংকের চেয়ারম্যান বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকের পর কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, বিএবি-এর নেতারা গভর্ণরের কাছে ডলারের সংকটে এলসি খুলতে পারছেনা বলেন জানান। তাই এর সমস্যা সমাধান চেয়েছেন তারা। তারা বলেন, সামনে রমজান আসছে । ডলার সংকটে অনেক ব্যাংক এলসি খুলতে পারছেনা। তাই ব্যবসায়ীরা যদি এখন এলসি খুলতে না পারে, তাহলে রমজানের নিত্যপ্রয়োজনী পণ্যে আমদানি করা সম্ভব হবে না। ফলে অসাধু ব্যবসায়ীরা পণ্যের ঘাটতি দেখিয়ে দাম বাড়িয়ে দিতে পারে বলে তাদের আসঙ্কা। তাই এলসি খোলার জন্য বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছেন। এছাড়া, রমজানের নিত্যপ্রযোজনীয় পণ্যের পাশাপাশি শিল্প কাচমাল আমদানিতে ডলারের সহযোগিতা চাওয়া হয়েছে।

মেজবাউল হক বলেন নেতারা আরো বলেছেন, আমরা সব সময় বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা পেয়েছি। বর্তমান এই সংকটেও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চাই।

এ বিষয়ে গভর্নর কী বলেছে জানতে চাইলে মুখপাত্র বলেন, গভর্নর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।

গভর্নর আরো বলেন, এই সংকটে কেন্দ্রীয় ব্যাংকের পাশাপশি তাদের ভূমিকা রয়েছে। কিভাবে ডলার সংকট কাটিয়ে ওঠা যায় সে বিষয়ে তাদের নির্দেশনা দিয়েছেন।

তবে গভর্নর সঙ্গে আর কোন বিষয়ে কথা হয়েছে কিনা জানতে চাইলে মেজবাউল হক বলেন, গভর্নরের সঙ্গে দেশের অর্থনীতির সার্বিক বিষয়েও কথা বলেছেন নেতারা। তবে সবারেই আশা শিগগিরই দেশের সার্বিক অর্থনীতি ভালো হবে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়