সকালের নিউজ ফ্ল্যাশ

আগের সংবাদ

ভোট দিলেন আ. লীগ প্রার্থী রাগেবুল আহসান

পরের সংবাদ

ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না যুক্তরাজ্যও

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩ , ১১:৩৯ পূর্বাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৩ , ১১:৩৯ পূর্বাহ্ণ

রাশিয়ার হামলা প্রতিহতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্র দেশগুলোর কাছ থেকে ট্যাংক সহায়তার প্রতিশ্রুতি পাওয়ার পর এখন চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান চাইছে কিয়েভ। খবর রয়টার্সের।

তাদের প্রস্তাবটিতে না উত্তর দিয়েছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। এবারে যুদ্ধবিমান প্রসঙ্গে নিজেদের অবস্থানের কথা জানিয়ে দিল যুক্তরাজ্য। ভলোদিমির জেলেনস্কিকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দিতে সরাসরি অস্বীকার করল ব্রিটেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দপ্তরের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন।

সুনাকের দপ্তরের মুখপাত্র বলেন, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানো সম্ভব নয়।

এ সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, আমাদের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো চালানো শিখতেই কয়েক মাস সময় চলে যায়। তাই আমরা মনে করি এখনই ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত বাস্তবসম্মত হবে না।

তবে যুক্তরাজ্য জানিয়েছে, ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার বিষয়ে ব্রিটেন তার সহযোগী দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়