তেজস্ক্রিয় ক্ষমতাসম্পন্ন ক্যাপসুলটি খুঁজে বের করল অস্ট্রেলিয়া

আগের সংবাদ

উন্নয়নের জন্য প্রয়োজনে বঙ্গবন্ধুকন্যা আজীবন ক্ষমতায় থাকবেন

পরের সংবাদ

বইমেলা উদ্বোধনীতে প্রধানমন্ত্রী

আমাদের ভাষা, আমাদের অক্ষর নিয়েই এগিয়ে যাবো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩ , ৪:১৫ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৩ , ১০:৩১ অপরাহ্ণ

আমাদের ভাষা আন্দোলন শুরু হয়েছিলো আটচল্লিশ সালে, বিজাতীয় ভাষা উর্দুকে চাপিয়ে দেয়ার মধ্য দিয়ে। কিন্তু বাঙালি যখন এর বিরুদ্ধে দুর্বার প্রতিবাদ গড়ে তুললো তখন আরবি হরফে বাংলা অক্ষর লেখার কথা বলা হলো। তারওপরে বলা হলো ল্যাটিন হরফে বাংলা অক্ষর লেখার জন্য। কিন্তু বাঙালি তা মানেনি। সুতরাং আমরা আমাদের ভাষা, আমাদের অক্ষর নিয়েই এগিয়ে যাবো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুবাদের বিষয়ে জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের ভাষার মাধুর্য আছে। তাই আমাদের ভাষা ও সাহিত্যকে এগিয়ে নিতে অনুবাদ করতে হবে। এছাড়া, আমাদের প্রতিটা সাহিত্যকর্ম যদি আমরা অডিওতে করে দেয়া উচিত। যদিও আমি মনে করি না যে, একটা বই হাতে নিয়ে যে তৃপ্তি পাওয়া যাবে, তা কখনোই অডিও বুকে পাওয়া যাবে না। কিন্তু এখন যেহেতু ডিজিটাল যুগ, তাই এসব সাহিত্যকর্মেরও ডিজিটাল ভার্সন থাকা উচিৎ।

বুধবার অমর একুশে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

তিনি আরো বলেন, আমরা যত বেশি সংস্কৃতি চর্চা করতে পারবো, বিশেষ করে আমাদের তরুণ সমাজ, তারা মাদক, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, ওসব দিকে যাবে না। তারা স্বাভাবিক জীবনে বহাল থাকবে।

কূটনৈতিক মিশন ও দূতাবাসগুলোর উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমাদের ভাষা ও সাহিত্যের সৃষ্টিশীল অনুবাদ হওয়া জরুরি। সাহিত্য একটি দেশ সম্পর্কে উজ্জ্বল বার্তা দেয়। তাই বাংলা ভাষার সাহিত্যকর্মের সৃষ্টিশীল অনুবাদ করা উচিৎ।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়