×

সারাদেশ

শান্তিগঞ্জের ছাইয়া কিত্তায় ভাঙন কবলিত বাঁধ পরিদর্শন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ০৮:০৫ পিএম

শান্তিগঞ্জের ছাইয়া কিত্তায় ভাঙন কবলিত বাঁধ পরিদর্শন

ছবি: ভোরের কাগজ

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের ছাইয়া কিত্তা ফসল রক্ষা বাঁধের দুই পাশে ভাঙন শুরু হওয়ায় পরিদর্শনে গেলেন উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকালে শান্তিগঞ্জ উপজেলা দেখার হাওরের ছাইয়া কিত্তার বাঁধ ৩নং পিআইসি কমিটির অধীনে। দেখার হাওরের ফসল রক্ষা বাঁধের পিআইসি নং-০৩ এর অধীনে প্রায় ৩০১.০০ মিটার বাঁধের দুই পাশে ভাঙন এলাকা পরিদর্শন করেন উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কাবিটা কমিটির সদস্য সচিব মো. আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও উপজেলা কাবিটা কমিটির সদস্য সচিব মাহবুব আলম, সাংবাদিক হোসাইন আহমদ, সুহেল তালুকদার, পিআইসি কমিটির সভাপতি মো. আজিমুল হক, লায়েক মিয়া, জয়নাল আবেদীন প্রমুখ।

উল্লেখ্য, বর্ষা মৌসুমে কিছু অসাধু ব্যবসায়ী রাতের আঁধারে মহাসিং নদী ও বাঁধের পশ্চিমে বালি মাটি ও ভিট বালি উত্তোলন করায় বাঁধের দুই পাশে মহাসিং নদীর অংশে ও হাওরের অংশে বড় বড় দুইটি ডোবার সৃষ্টি হওয়ায় প্রায় ২৭ ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছে। বর্তমানে ছাইয়া কিত্তা বাঁধ নির্মাণ প্রকল্পের মাটি ভরাটের কাজ শেষ পর্যায়ে। গত ৭/৮ দিন ধরে বাঁধের দুই পাশে ভাঙন শুরু হয়েছে। এতে বাঁধের সকল মাটি দুই পাশে গভীর ডোবায় ধসে পড়ছে। দেখার হাওরের ছাইয়া কিত্তা ফসল রক্ষা বাঁধের দুই পাশে ভাঙন শুরু হওয়ায় হুমকির মুখে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App