×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনার জরুরি অবস্থা উঠে যাচ্ছে ১১ মে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ১১:৩৩ এএম

প্রায় তিন বছর পর প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সোমবার (৩০ জানুয়ারি) জানিয়েছে, আগামী ১১ মে থেকে যুক্তরাষ্ট্রে করোনার জরুরি অবস্থা উঠে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রজুড়ে ২০২০ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে করোনার জরুরি অবস্থা ও জনস্বাস্থ্য জরুরি অবস্থা (পিএইচই) জারি করা হয়। জো বাইডেন ক্ষমতায় আসার পর অনেকবার তার মেয়াদ বাড়িয়েছেন। খবর রয়টার্সের।

এই জরুরি অবস্থার ফলে করোনাকালে যুক্তরাষ্ট্রের কোটি মানুষ বিনামূল্যে নমুনা পরীক্ষা, টিকা ও চিকিৎসা সেবা পেয়েছে।

হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) এক বিবৃতিতে বলেছে, আগামী মাসে জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। ১১ মে পর্যন্ত আরেক দফা বাড়িয়ে তা তুলে নেওয়া হতে পারে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ কমতির দিকে রয়েছে। তবে প্রতিদিন ৫০০ জনের বেশি মানুষ এতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App