×

আন্তর্জাতিক

ভারত সরকারের শেষ বাজেট আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ১২:৪৪ এএম

ভারত সরকারের শেষ বাজেট আজ

ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতার মধ্য দিয়ে শুরু হচ্ছে লোকসভার বাজেট অধিবেশনের প্রথম পর্ব। তার আগে সংসদীয় প্রথা মেনে সোমবারের সর্বদল বৈঠকেই আগাম অশান্তির আঁচ মিলেছে।

মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, গুজরাট দাঙ্গায় মোদীর ‘ভূমিকা’ নিয়ে বিবিসির তথ্যচিত্রে সরকারি খাঁড়া ও জাতভিত্তিক গণনার মতো বিষয়গুলি নিয়ে সরব হলেন বিরোধীরা। কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীদের সঙ্গে কয়েক দফায় বিরোধী সাংসদদের বাদানুবাদও হয় সর্বদল বৈঠকে। খবর আনন্দবাজার পত্রিকার।

সংসদে আর্থিক সমীক্ষা পেশ হবে মঙ্গলবার। এরপর বুধবার মোদি সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এরপর ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংসদের প্রথম দফার বাজেট অধিবেশন। কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রক জানিয়েছে, আগামী ১৩ মার্চ ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে। চলবে ৬ এপ্রিল পর্যন্ত।

করোনা পরবর্তী পর্বে আর্থিক বৃদ্ধির গতি ধরে রাখতে নরেন্দ্র মোদি সরকার কোন পথে হাঁটে তার উত্তর এই অধিবেশনে পাওয়া যেতে পারে। পাশাপাশি, ২০২৩ সালে ১০টি রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কোনো জনমোহিনী প্রকল্প ঘোষণা করেন কি না, সেদিকেও তাকিয়ে রয়েছে দেশ। আগামী বছর লোকসভা ভোট থাকায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে পারেন অর্থমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App