×

সারাদেশ

বর্ণিল আয়োজনে ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজে নবীনবরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ০১:৫১ পিএম

বর্ণিল আয়োজনে ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজে নবীনবরণ

ছবি: ভোরের কাগজ

বর্ণিল আয়োজনে ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজে নবীনবরণ
বর্ণিল আয়োজনে ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজে নবীনবরণ

কুমিল্লার দাউদকান্দির ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের  প্রথম বর্ষের শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেয়া হয়েছে।

মঙ্গলবার (৩১জানুয়ারী) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে কলা, বাণিজ্য  ও বিজ্ঞান বিভাগের  শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।

কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের বলেন, ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষা গ্রহণের বিকল্প নেই।

তাই পাঠ্য বইয়ের পাশাপাশি নৈতিক ও মানবিক শিক্ষা অর্জনে গুরুত্ব দিতে হবে। আর আমরা এখন তথ্য ও প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে  বাস করছি। মোবাইল ব্যবহারকে কাজে লাগাতে হবে। কারণ মোবাইলের ছোয়ায় এখন পৃথিবীর সব প্রান্তের সব কিছু জানা যায়। তবে মোবাইলের যতটুকু প্রয়োজন ততটুকু কাজে লাগাতে হবে। কিন্তু মোবাইলেরও ক্ষতিকর দিক আছে। তবে আগামীর পৃথিবী হবে বিজ্ঞান ভিত্তিক, প্রযুক্তি নির্ভর। যেখানে টিকে থাকতে হলে শিক্ষা অর্জন করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের প্রথমে কলেজের শিক্ষক এবং সিনিয়র শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং নবাগত শিক্ষার্থীদের  শুভেচ্ছা জানান। নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা কলেজের গৌরবের উজ্জ্বল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং নবাগত শিক্ষার্থীদের  দিক নির্দেশনা দেন।

কলেজের অধ্যক্ষ স্বাগত বক্তব্যে নবীনদের উদ্দেশে বলেন, ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। যারা ধৈর্য ধরে, অনেক সময় নিয়ে কাজ করে তারা জীবনে অনেক বড় হয় । তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা এখান থেকে জীবন গড়ো। মা-বাবা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে। তেমনি আমরাও তোমাদের মঙ্গল কামনা করি। তোমরা এখানে পড়ে ভালো মানুষ হও, পরিবার ও সমাজের কাজে লাগো, দেশের কাজে লাগো, এটুকুই কামনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App