×

সারাদেশ

এলজিইডির নির্বাহী প্রকৌশলী ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ০৩:১৭ পিএম

এলজিইডির নির্বাহী প্রকৌশলী ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি: ভোরের কাগজ

এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর ঠিকাদার কর্তৃক ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং অবিলম্বে হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশের মতো প্রতিবাদ জানিয়েছেন বান্দরবান জেলা ও থানচি উপজেলার স্থানীয় এলজিইিডি বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে এলজিইিডি বান্দরবান জেলা কার্যালয় ও থানচি উপজেলা কার্যালয়ের সামনে পৃথকভাবে (উপজেলা পরিষদ অভ্যন্তরে) বান্দরবান জেলা প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল হাসান মজুমদার ও উপজেলা প্রকৌশলী এমদাদুল হকের নেতৃত্বে এ প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন পালন করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণির কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে প্রতিবাদকারী কর্মকর্তা কর্মচারীদের দাবি তোলা বিষয়গুলো হলো, (এক) সম্পূর্ণ বে-আইনীভাবে নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানীকে শারীরিকভাবে লাঞ্ছনা করায় দোষীদের সকলকে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং জড়িত ঠিকাদারদের লাইসেন্স বাতিলসহ আজীবন কালো তালিকাভুক্ত করতে হবে। (দুই) সারাদেশে ঘটে যাওয়া বিগত দিনে এলজিইডির প্রকৌশলীদের উপর হামলার ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। (তিন) এই ধরণের ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমে নির্বিঘ্ন রাখতে এলজিইডির মাঠ পর্যায়ের প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিতকরণে সার্বক্ষণিক গানম্যান প্রদান করতে হবে এবং (চার) নির্বাহী প্রকৌশলীদের ম্যাজিস্ট্রেসী ক্ষমতা প্রদান করতে হবে। উল্লেখ্য, গত রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চার তলায় প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানী নিজ কক্ষে সরকারী দায়িত্ব পালনকালে ২০-২৫ জন ঠিকাদার তাঁকে অতর্কিতভাবে হামলা এবং শারীরিকভাবে লাঞ্চিত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App