অব্যবস্থাপনা কমাতে ভূমি সেবা ডিজিটাল করা হয়েছে

আগের সংবাদ

বিমানের নতুন রুট ও সংখ্যা বাড়ানোর চিন্তা রয়েছে

পরের সংবাদ

শহরে বর্জ্য প্রায় ৪৭ হাজার টনে উন্নীত হবে

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩ , ৭:৫১ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৩১, ২০২৩ , ৭:৫১ অপরাহ্ণ

বাংলাদেশে শহরগুলোতে দৈনিক প্রায় ৩০ হাজার টন কঠিন বর্জ্য উৎপন্ন হয়, যা আগামী ২০২৫ সাল নাগাদ দৈনিক প্রায় ৪৭ হাজার টনে উন্নীত হবে। এসব কঠিন বর্জ্যরে প্রায় ১০ শতাংশ অর্থাৎ দৈনিক প্রায় ৩ হাজার টন বা বাৎসরিক প্রায় ৮ লাখ টন প্লাস্টিকজাত বর্জ্য উৎপন্ন হয়, যার মধ্যে মিনিপ্যাক বর্জ্যও অন্তর্ভুক্ত। তবে সুনিদিষ্টভাবে মিনিপ্যাক বর্জ্যের পরিমাপের উপর গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ কোন গবেষণা এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে সংসদ সদস্য এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়