কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে শিক্ষক হিসেবে সুপারিশ না করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের কক্ষ ভাঙচুর ও শাটল ট্রেন আটকে রাখার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের একাংশের বিরুদ্ধে।
সোমবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ৫৪১তম সিন্ডিকেট সভা শেষে ভাঙচুর ও পাঁচটার দিকে শাটল ট্রেন আটকের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এজেন্ডা নিয়ে প্রশাসনিক ভবনের সভাকক্ষে সোমবার ৫৪১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। ওই সিন্ডিকেট সভায় শিক্ষক নিয়োগের সুপারিশের কথা থাকলে এদিন সকাল থেকেই শাখা ছাত্রলীগের একাংশের (একাকার) কর্মীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিতে থাকে। এরপর নিজেদের প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আহমেদকে সুপারিশ না করায় উপাচার্যের কক্ষ ভাঙচুর ও শাটল ট্রেন আটকিয়ে দেয় তারা।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সহসভাপতি ও উপপক্ষ একাকারের নেতা মাইনুল ইসলাম কালবেলাকে বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোল্ড মেডেলিস্ট রায়হান আহমেদকে না নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারী, সরকার বিরোধীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। সেজন্য আমার কর্মীরা ভিসির কক্ষে গেছে ও ভাঙচুর করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।