নিম্নচাপে পরিণত হয়েছে লঘুচাপ

আগের সংবাদ

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৭

পরের সংবাদ

ঢাকায় বিএনপির তৃতীয় পদযাত্রা বিকেলে

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩ , ১১:২২ পূর্বাহ্ণ আপডেট: জানুয়ারি ৩১, ২০২৩ , ১১:২২ পূর্বাহ্ণ

সরকারের পতদ্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ঘোষিত চার দিনের পদযাত্রা কর্মসূচির তৃতীয় দিন আজ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পদযাত্রাটি গাবতলী বাসস্ট্যান্ড থেকে দুপুর ২টায় শুরু হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত গিয়ে শেষ হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চার দিনের ঘোষিত পদযাত্রা কর্মসূচির তৃতীয় দিনের উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সভাপতিত্ব করবেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান। সঞ্চালনা করবেন সদস্য সচিব আমিনুল হক।

এর আগে গত ২৮ জানুয়ারি মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত প্রথম দিনের পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। দুদিন পর ৩০ জানুয়ারি মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে থেকে জুড়াইন রেলগেট পর্যন্ত পদযাত্রা করা হয়। এতে কয়েক হাজার দলীয় নেতাকর্মীসহ সিনিয়র নেতারা অংশ নেন।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়