বিএনপির গোপন চিঠি সংসদে ফাঁস

আগের সংবাদ

৪৫০ নয়, ৪৭০ কোটি ডলার ঋণ দিচ্ছে আইএমএফ

পরের সংবাদ

জবির পরিবহন দপ্তর থেকে বিতর্কিত দুই কর্মকর্তাকে বদলি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩ , ৯:৩০ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৩১, ২০২৩ , ৯:৩০ অপরাহ্ণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন পুলের দুই কর্মকর্তাকে অব্যাহতির দাবির মুখে তাদেরকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, পরিবহন পুলের ডেপুটি রেজিস্ট্রার মো. শাহাদাৎ হোসেন তুষার ও দৈনিক হাজিরা ভিত্তিক উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবিরকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে রেজিস্ট্রার দপ্তরে যুক্ত করা হলো।

এর আগে, গত সোমবার এই দুই কর্মকর্তাকে অব্যহতির দাবিতে পরিবহন পুলের অফিসে তালা ঝুলিয়ে দপ্তরের কার্যক্রম বন্ধ করে রেখেছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গাড়ি চালকেরা। পাশাপাশি উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করে চালকেরা বলেছিলেন, পরিবহন পুলের এই দুই কর্মকর্তা দীর্ঘদিন থেকেই চালকদের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন। বিনা কারণেই বিভিন্ন সময়ে চালকদের গাড়ি না দিয়ে বসিয়ে রাখেন এই দুই কর্মকর্তা প্রায়ই।

এছাড়াও তাদের কথামতো অবৈধ সুবিধা তৈরি করে না দিলে বিভিন্নভাবে চালকদের হয়রানি করেন তারা। পরিবহন অফিসকে নিজেদের কর্তৃত্বে নিয়ে দুর্নীতি অব্যাহত রাখতে এই দুই কর্মকর্তা বিভিন্ন সময়ে চালককের হয়রানিসহ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন বলেও অভিযোগ করেন তারা।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়