×

সারাদেশ

শেরপুরে বিএনপির ৪ নেতাকে কারাগারে প্রেরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৭:২৮ পিএম

শেরপুরে বিএনপির ৪ নেতাকে কারাগারে প্রেরণ

ছবি: ভোরের কাগজ

ভাংচুর, মারপিট ককটেল বিস্ফোরণের মামলায় বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির সভাপতিসহ স্বেচ্ছাসেবক দল ও যুবদলের ৪ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে বগুড়া জেলা জজ আদালত।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত এই আদেশ দেন।

জামিন না মঞ্জুরকৃতরা হলেন- শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মো. কাওছার কলিন্স ও স্বেচ্ছাসেবক দল নেতা মো. শিলু।

শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল মিন্টু জানান, তারাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৬৫ নেতাকর্মী হাইকোর্ট থেকে আগামী জামিনে ছিলেন। সোমবার তারা বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত ৬১ জনের জামিন মঞ্জুর করলেও ওই ৪ নেতার জামিন নামুঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর শেরপুর শহরের দুবলাগাড়ী এলাকায় ভাংচুর, ককটেল বিস্ফোরণ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আহত করার ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৭১ নেতাকর্মীর নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App