×

সারাদেশ

রামগড় বিজিবি’র ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ১২:৫৪ পিএম

রামগড় বিজিবি’র ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ

ছবি: ভোরের কাগজ

খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি’র সহযোগিতায় দুস্থ ও অসহায়দের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারী) রামগড় ৪৩ বিজিবি’র জোন অধিনায়ক লে.কর্নেল হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জোন এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে উন্নয়ন কর্মসূচির আওতায় নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিতরণের মধ্যে ছিলো নগদ অর্থ, চিকিৎসা সহায়তা, সেলাই মেশিন, বাদ্যযন্ত্র, ঢেউটিন, শীতবস্ত্র ও বিবাহকালীন অর্থ সহায়তা। এসময় তিনি বলেন, এখানে বসবাসরত জাতি ধর্ম-নির্বিশেষে সবাই আমরা বাংলাদেশি। ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বিভাজন করা যাবে না। পাহাড়ে বসবাসরত সবাই আমরা ভাই-ভাই। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। আমরা শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সীমান্ত রক্ষার পাশাপাশি অসহায় মানুষদের সহায়তা দিয়ে আসছি। আগামীতেও এটা অব্যাহত থাকবে। বিতরণকালে রামগড় জোনের সহকারী পরিচালক রাজু আহমেদ, বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিজিবি’র সদস্যরাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App