×

সারাদেশ

প্রকল্প পরিচালককে মারধর, ডুমুরিয়ায় মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৪:৫৯ পিএম

প্রকল্প পরিচালককে মারধর, ডুমুরিয়ায় মানববন্ধন

ছবি: ভোরের কাগজ

চট্টগ্রাম সিটি করপোরেশনের আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. গোলাম ইয়াজদানীকে ঠিকাদারদের মারধরের ঘটনার প্রতিবাদে ও ও দোষীদের শাস্তির দাবিতে খুলনার ডুমুরিয়ায় মানববন্ধন করেছে এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ‌রবিউল ইসলাম , চেয়ারম্যান রবিউল ইসলাম, গোপাল চন্দ্র দে, গাজী তৌহিদ, আওয়ামী লীগ নেতা শেখ জামিল আক্তার লেলিন প্রমুখ।

উল্লেখ্য, মো. গোলাম ইয়াজদানী চট্টগ্রাম নগরের সবচেয়ে বড় আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পরিচালক। এ প্রকল্পের অধীনে রয়েছে নগরের বিমানবন্দর সড়ক সম্প্রসারণসহ একাধিক উন্নয়ন প্রকল্প।

গত রবিবার (২৯ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের টাইগার পাস এলাকায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটেছে। হামলার শিকার প্রকল্প কর্মকর্তার দাবি, কাজ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ২০-২৫ জন ঠিকাদার তার অফিস কক্ষে অনুমতি ছাড়া প্রবেশের পর হামলা করেছে। এ সময় অফিসের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে।

চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, কয়েকজন ঠিকাদার অতর্কিতভাবে প্রকল্প কর্মকর্তা মো. গোলাম ইয়াজদানীর কক্ষে প্রবেশ করে তার ওপর হামলা করেছে। জিনিসপত্র ভাঙচুর করেছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মেয়র আরো বলেন, স্বচ্ছতার মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া চলছে। এখানে কেউ জোর করে কাজ ভাগিয়ে নেওয়ার সুযোগ নেই। প্রকল্প কর্মকর্তা কাউকে ইচ্ছা করলেই কাজ পাইয়ে দিতে পারেন না। কেউ যদি এতে ক্ষুব্ধ হন কিংবা কোনও অভিযোগ থাকলে তা আমাকে জানাতে পারতেন। এভাবে হামলার ঘটনা কোনোভাবে মানা যায় না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App