×

আন্তর্জাতিক

তুষার নিয়ে খেললেন রাহুল-প্রিয়াঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৮:৩৮ পিএম

তুষার নিয়ে খেললেন রাহুল-প্রিয়াঙ্কা

ছবি: সংগৃহীত

রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছিল কন্যাকুমারী থেকে। শেষ হচ্ছে কাশ্মীরে। ১৩৫ দিনের ‘ভারত জোড়ো যাত্রা’র সমাপ্তি অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা শ্রীনগরে।

স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, সোমবার কংগ্রেসের এই পদযাত্রার সমাপ্তি অনুষ্ঠানে ব্যাঘাত ঘটাতে পারে তুষারপাত। সকাল থেকেই শ্রীনগর জুড়ে তুষারপাত হচ্ছে। বরফ নিয়ে খেলতে দেখা গেছে রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধীকে। খবর আনন্দবাজার।

গত বছরের ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে দেশকে এক সুতায় জুড়তে ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ১৩৫ দিনের যাত্রা ঘুরেছে ১২টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চল।

যত দিন গড়িয়েছে, এই যাত্রায় ততই সাড়া পেয়েছেন কংগ্রেস নেতৃত্ব। রাহুলের সঙ্গে হেঁটেছেন বহু বিশিষ্টজন। পা মিলিয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App