×

সারাদেশ

কুড়িগ্রামে প্রতিপক্ষের আঘাতে নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৭:৩৯ পিএম

কুড়িগ্রামে প্রতিপক্ষের আঘাতে নিহত ১

ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের হেমেরকুটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে খাদেম আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের নারীসহ আরো ১৪ জন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে হেমেরকুঠি গ্রামের নামা চর জোলাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত খাদেম আলী হেমের কুটি গ্রামের মৃত খটু মামুদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০টার দিকে ওই এলাকার খাদেম মিয়া তার ভোগ দখল করা জমিতে ধান রোপন করার জন্য গেলে একই এলাকার নুরনবীর সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে তা উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে রুপনেয়। লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ইয়াকুব (৩০), এরশাদ (২৮), হোসেন আলী (৬৫) ইসমাইল (৩৭), নূরনবী (৭০), আব্দুল জলিল (৪৩), আব্দুল খলিল (৪২), শফিকুল (৩৫) জসিম (২৩), সহিদা বেগম (৬০), খোতেজা (৬০) হাফসা (২৬) আহত হয়। আহতরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গুরুতর আহত খাদেম আলী (৭০), মেহের আলী (৪২) ও আবু সুফিয়ানকে (২৮) আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে খাদেম আলীর (৭০) মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হলোখানা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম।

স্থানীয়রা জানান, প্রায় ১৭-১৮ বছর ধরে দুই পরিবারের মাঝে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ সংক্রান্ত মামলা আদালতে চলমান রয়েছে। বিরোধ নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট থানায় উভয়পক্ষকে ডাকা হলে একপক্ষ আসলে অন্যপক্ষ অনুপস্থিত থাকেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, রংপুর মেডিকেলে একজন নিহত হওয়ার বিষয়টি শুনেছি।এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App