নসরুল হামিদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত পিডিবির আওতায় ৪০ হাজার ৯২টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদে এমপি নুরুন্নবী চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিগত ১৪ বছরে চার হাজার ৯৪২ মেগাওয়ার্ট থেকে বর্তমানে ২৬ হাজার ৭০০ মেগাওয়াটে উন্নীত হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা অনুযায়ী ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়ার্ট বিদ্যুৎ উৎপাদনের লক্ষমাত্রা অর্জিত। এছাড়া, আগামী ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট ও ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ। সেই লক্ষ্যে সরকার বিদ্যুৎ, জ্বালানি খাতের সমন্বিত মহাপরিকল্পনা ‘ইন্ট্রিগেটেড অ্যানার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্লাণ’ প্রণয়ন করেছে, যা প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।