গণতান্ত্রিক ধারা আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে

আগের সংবাদ

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নারীদের নিষিদ্ধ করলো তালেবান

পরের সংবাদ

দুদক মামলা

সম্রাটের বিরুদ্ধে চার্জ গঠন ১ মার্চ

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩ , ১১:৫৩ পূর্বাহ্ণ আপডেট: জানুয়ারি ৩০, ২০২৩ , ১১:৫৩ পূর্বাহ্ণ

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ক্যাসিনো সম্রাট খ্যাত ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার্জ গঠন শুনানি পিছিয়ে আগামী ১ মার্চ পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (৩০ জানুয়ারি ) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে সম্রাটের চার্জ গঠন শুনানির দিন ধার্য ছিল। সম্রাট এদিন আদালতে হাজিরা দেন। তবে সম্রাটের আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছাতে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে চার্জ গঠন শুনানির জন্য আগামী ১ মার্চ নতুন এ দিন ধার্য করেন। এরআগে, গত ২২ আগস্ট এ মামলায় জামিন পান সম্রাট।

উল্লেখ্য, ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা দায়ের করেন।

এজাহারে বলা হয়, সম্রাট বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। অভিযোগ আছে তিনি মতিঝিল ও ফকিরাপুল এলাকায় ১৭টি ক্লাব নিয়ন্ত্রণ করতেন এবং সেখানে করতেন ক্যাসিনো ব্যবসাও। এরপর তিনি অবৈধভাবে উপার্জিত এসব অর্থ দিয়ে ঢাকার গুলশান, ধানমন্ডি ও উত্তরাসহ বিভিন্ন স্থানে একাধিক ফ্ল্যাট, প্লট কিনেছেন ও বাড়ি নির্মাণ করেছেন। এছাড়া তার সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ও যুক্তরাষ্ট্রে নামে-বেনামে এক হাজার কোটি টাকার সম্পদ রয়েছে।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়