বলিউডের জনপ্রীয় শিল্পী কৈলাশ খের । দক্ষিণ ভারতের কর্ণাটকে গান গাইতে গিয়ে আক্রান্ত হয়েছেন বলিউডের গায়ক কৈলাশ খের।
রবিবার (২৯ জানুয়ারি) রাতে সেখানকার বিজয়নাগারা জেলায় হ্যাম্পি উৎসবের সমাপনী আয়োজনে গান পরিবেশনের সময় তাকে লক্ষ্য করে পানির বোতল ছুড়েছেন কজন দর্শক। খবর এনডিটিভির।
বোতল ছোড়ার ঘটনায় প্রদীপ ও সুরাহ নামে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জবানবন্দির বরাতে পুলিশ জানিয়েছে, কৈলাশ খের হিন্দি গান পরিবেশন করলেও কন্নড় গান পরিবেশন করছিলেন না। তাই কন্নড় গানের দাবি তুলে বোতল ছুড়েছেন তারা।
জানা যায়, গানের পরিবেশনের মাঝে আকস্মিকভাবে একটি বোতল আছড়ে পড়ে কৈলাশের পাশে। তখন আয়োজকের একজন এসে বোতলটি সরিয়ে নেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।