অবশেষে জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে তাকে জামিন দিয়েছে হাইকোর্টে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদের বেঞ্চ।
এর আগে গত বছর ডিসেম্বরের ৭ তারিখে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। পরে পল্টন থানার বিস্ফোরণ আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান।
পরে প্রথমে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করেন। পরে হাইকোর্টে জামিন আবেদন করলে হাইকোর্ট আজ জামিন মঞ্জুর করেন। শিমুল বিশ্বাস বর্তমান ঢাকা কেরানীগঞ্জ কারাগারে রয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।