ঝিকরগাছায় ২২ বোতল বিদেশি মদসহ আটক ১

আগের সংবাদ

‘এরশাদের জামানাত বাজেয়াপ্ত করে সংসদে এসেছি’

পরের সংবাদ

জন্মদিনের পার্টিতে এলোপাতাড়ি গুলি, নিহত ৮

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩ , ৮:৩৩ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৩০, ২০২৩ , ৮:৩৩ অপরাহ্ণ

দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপ প্রদেশের গেবেখা শহরে একটি জন্মদিনের পার্টিতে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে নিহতদের মধ্যে ওই বাড়ির মালিক রয়েছেন। খবর বিবিসির।

পুলিশ জানায়, গেবেখায় একটি বাড়ির মালিক তার জন্মদিন উদযাপনের অনুষ্ঠান আয়োজন করে। ওই অনুষ্ঠানে দুই অজ্ঞাত বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। তবে এখনো কাউকে আটক করা যায়নি। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আজ রোববার বিকেলে পূর্ব কেপ পুলিশ কমিশনার নমথেথেলি লিলিয়ান মেনে বলেন, ‘ভুক্তভোগীদের অপরাধীরা হত্যা করেছে। কী ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত- তা না বের করা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না।’

আগামীকাল সোমবার দেশটির পুলিশ মন্ত্রী ও জাতীয় পুলিশ কমিশনার গেবেখা শহর পরিদর্শন করবেন।

বন্দুকসম্পর্কিত অপরাধের হারের দিকে বিশ্বে অন্যতম দক্ষিণ আফ্রিকা। তবে এলোপাতাড়ি গুলির ঘটনা বিরল। গত বছর এ ধরনের গুলির ঘটনায় দেশটিতে ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়