খুলনায় মিলন ফকির (৪৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মিলন জামিরা গ্রামের আব্দুল ওহাব ফকিরের ছেলে। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফুলতলা উপজেলার জামিরা এলাকায় এ ঘটনা ঘটে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত সরকার স্থানীয়দের বরাত দিয়ে জানান, আজ সকালে মিলন ফকির জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে গুলি ছোঁড়ে। মিলন দৌড়ে স্থানীয় একটি দোকানে প্রবেশ করলে তাকে আবারও গুলি করা হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
স্থানীয় লোকজন জানান, মিলন ফকির কয়েকজনের সঙ্গে ফুলতলার শিকিরহাট খেয়াঘাট ইজারা নিয়ে পরিচালনা করতেন। ঘাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা কী কারণে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় এখনও কেউ আটক নেই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।