×

বিনোদন

শেষ হলো রবীন্দ্র সঙ্গীত উৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ০৮:৩২ পিএম

শেষ হলো রবীন্দ্র সঙ্গীত উৎসব

ছবি: ভোরের কাগজ

শেষ হলো রবীন্দ্র সঙ্গীত উৎসব

মাঘের সন্ধ্যায় রবীন্দ্রনাথের সুরের বৃষ্টি ঝরিয়ে শিল্পকলা একাডেমিতে শেষ হলো তিনদিনের রবীন্দ্র সঙ্গীত উৎসব।

রবিবার (২৯ জানুয়ারি) সমাপনী আসরে একাডেমির চিত্রশালা মিলনায়তনে কবিগুরুর বিভিন্ন পর্বের গান পরিবেশন করেন রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিল্পীরা।

রবীন্দ্রনাথের প্রেম, প্রকৃতিসহ নানা পর্বের গানের সুরে সমাপনী আসরকে সুরের সুধায় সিক্ত করেন শিল্পীরা।

এদিন সঙ্গীত পরিবেশন করেন সুস্মিতা আহমেদ বর্ণা, অমিতা দেবনাথ, কেয়া সুহী, লাকী দাস (চট্টগ্রাম), সঞ্চিতা রাখী, রানা সিনহা (সিলেট), প্রতীক এন্দ (সিলেট), রতন বিশ্বাস (চট্টগ্রাম),কামাল আহমেদ, উত্তম শর্মা, কেআর সুমন (দিনাজপুর), গোলাম হায়দার, রাজিন মুস্তফা প্রমুখ।

দাঁড়াও আমার আঁখির, হৃদয়ের একূল ওকূল, কার মিলন চাও বিরহী ইত্যাদি কথার সুরের ব্যঞ্জনায় মিলনায়তনে মূর্ত হয়ে উঠে রাবীন্দ্রিক চেতনা।

বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার আয়োজনে গত শুক্রবার শুরু হয় তিনদিনের এই উৎসব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App