×

খেলা

রিয়াল মাদ্রিদের খেলার কোনো স্টাইল নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ০৬:৫৬ পিএম

রিয়াল মাদ্রিদের খেলার কোনো স্টাইল নেই

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের খেলার কোনো নির্দিষ্ট স্টাইল নেই, কারণ রিয়াল মাদ্রিদ কখনও একটি স্টাইলে সীমাবদ্ধ নয়।’

শনিবার (২৮ জানুয়ারি) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেিএসব কথা বলেন তিনি।

আনচেলত্তি জানান, ‘তিনি অ্যাটলেটিকো মাদ্রিদের সিইও গিল মারিনের মন্তব্যের সাথে জড়িত হতে চান না। তবে যারা মনে করেন যে রিয়াল মাদ্রিদের খেলার স্টাইল নেই, তাদের নিয়ে মন্তব্য করেছেন তিনি। ‘অনেকেই গত বছরও এটি বলেছিল, আমাদের ফুটবলে মানের অভাব আছে। কখনো আমরা ভালো করি আবার কখনো কম ভালো করি। আমি তাদের বলব, ‘মাদ্রিদের কোনো নির্দিষ্ট পরিচয় নেই, সহজ কারণ হচ্ছে আমরা একটিতে থাকতে চাই না। আমরা এমন একটি দল যারা শুধু একটি নয়, অনেক কিছু করতে জানে। এবং আমি এটা পছন্দ করি।’

তিনি আরো বলেন, ‘৪-২-৩-১ ফর্মেশন এমন একটি সিস্টেম যা আমি পছন্দ করি। বিশেষ করে রক্ষণাত্মকভাবে। কখনও মডরিচ সেখানে প্লেমেকার হিসেবে খেলেছে, কখনও অ্যাসেনসিও, কখনও রড্রিগো। তারাও এটা পছন্দ করে, স্ট্রাইকারের পিছনে খেলাটা আদর্শ মানে এবং তারা আমার মতকে গুরুত্ব দিয়ে খেলেছে।’

আনচেলত্তি এরপর গিল মারিনের মন্তব্য সম্পর্কে বলেন, ‘আমি তার মন্তব্য পড়িনি, তবে আমি কিছু শুনেছি। আমি এটি সম্পর্কে কথা বলতে চাই না। আমি শুধু বলতে পারি যে, আমার চরিত্র হল সকল মতামতকে সম্মান করা।’

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ নিয়ে বলেন, ‘রিয়েল সোসিয়েদাদ খুব ভাল খেলছে এবং গতিময় একটা দল ওরা। তাই আমাদের প্রথমার্ধে উন্নতি করতে হবে। অ্যাটলেটিকোর বিপক্ষে যা ঘটেছে তার পরে, আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক দুটোর সামঞ্জস্য করে খেলা গুরুত্বপূর্ণ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App