×

আন্তর্জাতিক

বিখ্যাত মুঘল গার্ডেনের নাম বদলাল ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ১২:২৩ এএম

বিখ্যাত মুঘল গার্ডেনের নাম বদলাল ভারত

ছবি: সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে অবস্থিত রাষ্ট্রপতি ভবনের বিখ্যাত মুঘল উদ্যানের নাম পরিবর্তন করেছে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার।

শনিবার (২৮ জানুয়ারি) দেশটির কেন্দ্রীয় সরকার এমন তথ্য দিয়েছে। মুঘল উদ্যানের নাম পরিবর্তন করে ‘অমৃত উদ্যান’ রাখা হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ‘ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘অমৃত মহোৎসব’-এর থিম বা প্রসঙ্গের সঙ্গে মিল রেখে মুঘল উদ্যানের নাম পরিবর্তন করে অমৃত উদ্যান রেখেছে কেন্দ্রীয় সরকার।’

এ প্রসঙ্গে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডেপুটি প্রেস সেক্রেটারি নাভিকা গুপ্তা জানিয়েছেন, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ নামের অনুষ্ঠান পালনের জন্য ভারতের রাষ্ট্রপতি দেশটির এই গুরুত্বপূর্ণ উদ্যানের একটি সাধারণ নাম দিয়েছেন। রাষ্ট্রপতি ভবনের এই উদ্যানের নাম অমৃত উদ্যান রেখেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App