×

আন্তর্জাতিক

পাকিস্তানে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ০৬:০৪ পিএম

পাকিস্তানে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি

পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার। ছবি: সংগৃহীত

পাকিস্তানে অর্থনৈতিক দুর্দশার মধ্যে বিষফোঁড়া হয়ে উঠেছে জ্বালানির মূল্যবৃদ্ধি। চলতি সপ্তাহে দেশটির মুদ্রার ব্যাপক দরপতনের পর এবার পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে নাজেহাল জনসাধারণ।

জানা গেছে, রবিবার (২৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার বলেছেন, পেট্রোলের দাম প্রতি লিটারে ৩৫ রুপি বেড়ে ২৪৯ দশমিক ৮০ রুপি এবং ডিজেল প্রতি লিটারে ২৬২ দশমিক ৮ রুপি হবে। খবর ট্রিবিউনের।

দেশটির মন্ত্রীর এই ঘোষণার ১০ মিনিট পরেই দেশটির স্থানীয় সময় ১১ টা থেকে নতুন এই মূল্য কার্যকর হবে বলে জানানো হয়।

পাকিস্তানের অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের আন্তর্জাতিক তেলের মূল্যবৃদ্ধি ও রুপির মূল্যহ্রাসকে বিবেচনায় নিতে হবে, তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে এই দাম বৃদ্ধি করা হচ্ছে। কেননা তারা জানিয়েছে, মূল্যবৃদ্ধির প্রত্যাশায় কৃত্রিম ঘাটতি এবং জ্বালানি মজুদ করার খবর পাওয়া গেছে। তাই তা মোকাবিলা করতেই এই পদক্ষেপ’।

এদিকে, মন্ত্রীর এই ঘোষণার পরেই দেশটির বিভিন্ন পেট্রোল স্টেশনের বাইরে মানুষের দীর্ঘ লাইনের খবর পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App