×

সারাদেশ

পাওনাদারের ঘুষিতে ফল বিক্রেতার মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ০৪:২০ পিএম

পাওনাদারের ঘুষিতে ফল বিক্রেতার মৃত্যু

ফাইল ছবি

মাগুরার মহম্মদপুরে পাওনাদারের কিল-ঘুষিতে রতন বসু (৫২) নামে এক ফল বিক্রেতার মৃত্যু হয়েছে।

রবিবার (২৯ জানুয়ারি) ভোরে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত রতন মহম্মদপুর উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা।

মৃতের পারিবারিক সূত্র জানায়, রতন বসু মাগুরা পৌর শহরের আরেক ফল ব্যবসায়ী রনি মল্লিকের কাছ থেকে বাকিতে ফল নিয়ে খুচরা বিক্রি করতেন। এতে তার কাছে ১ লাখ ২৫ হাজার টাকা পাওনা দাবি করেন রনি। শনিবার রাত ১০টার দিকে কয়েকজনকে সঙ্গে নিয়ে রতনের বাড়িতে যান রনি। কিন্তু পাওনা টাকা দিতে না পারায় রনি উত্তেজিত হয়ে রতনকে কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে রতন অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর থেকে অভিযুক্ত রনি মল্লিক পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বলেন, হাসপাতালে ফল বিক্রেতার মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App