×

খেলা

নারী টি-টোয়েন্টি: ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ০৮:২২ পিএম

নারী টি-টোয়েন্টি: ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

রবিবার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে ইংল্যান্ডের ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে সতীর্থদের সঙ্গে ভারতের তিতাস সিধুর উল্লাস

আইসসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রবিবার (২৯ জানুয়ারি) ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। ব্যাটে বলে দারুণ পারফরমেন্সের সুবাদে প্রথম আসরেই শিরোপা ঘরে তুলে নিলো ভারতের মেয়েরা।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে আজ টসে জিতে ইংল্যান্ডকে আগে ব্যাট করতে আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক শেফালি ভার্মা। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের আগেই ৬৮ রানে গুটিয়ে যায় ইংলিশরা। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৭.১ বলে সবকটি উইকেট হারায় ইংল্যান্ড। ৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতকে ভালো শুরু এনে দেন ওপেনার শেফালি ভার্মা ও শ্বেতা শেরাওয়াত।

তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন ভারতের অধিনায়ক। ১১ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ১৬ রানে ১ উইকেট হারায় ভারত। এরপর চতুর্থ ওভারে ৬ বলে ৫ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন আরেক ওপেনার শ্বেতা। দুইজন সাজঘরে ফিরলেও হাল ধরেন ওয়ান ডাউনে নামা সৌমিয়া তিওয়ারি ও গঙ্গাদি তৃষা। তবে তৃষা ২৯ বলে ২৪ রান করে আউট হলেও তিওয়ারির ৩৭ বলে অপরাজিত ২৪ রানের সুবাদে ৭ উইকেটের জয় পায় ভারত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App