×

জাতীয়

আইন কমিশনের সদস্য হলেন সাবেক বিচারপতি আবু বকর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ০৯:৩২ পিএম

আইন কমিশনের সদস্য হলেন সাবেক বিচারপতি আবু বকর

আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকী

আইন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকী। তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয় তাকে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মুনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল বরিবার এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন কমিশন আইন, ১৯৯৬ সনের ১৯ নং আইনের ধারা ৫ এর উপধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকীকে নিয়োগর তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য আইন কমিশনের সদস্য পদে নিয়োগ দেয়া হলো।

জানা যায়, আবু বকর সিদ্দিকী ১৯৭৯ সালে কুষ্টিয়া বারে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮০ সালের ২৩ এপ্রিল মুন্সেফ হিসেবে বিচারিক জীবন শুরু করেন তিনি। ১৯৯৭ সালে তিনি জেলা জজ হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০০৯ সালের ৩০ জুন তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত হন। ২০১৮ সালের ৯ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্তি পান তিনি। এরপর ২০২১ সালে ১৫ জুলাই অবসর গ্রহণ করেন।

প্রসঙ্গত, তিনি বর্তমান ও ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বড় ভাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App