অলিম্পিকে রাশিয়ার অংশগ্রহণে আপত্তি ইউক্রেনের

আগের সংবাদ

কুলিয়ারচরে দুই ইভটিজারকে ৬ মাসের কারাদণ্ড

পরের সংবাদ

রহস্যজনক বিস্ফোরণে দগ্ধ শারমিন আঁখি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩ , ৫:০১ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৯, ২০২৩ , ৫:০২ অপরাহ্ণ

রাজধানীর মিরপুরে রহস্যজনক বৈদ্যুতিক শর্টসার্কিট বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী শারমিন আঁখি। তার শরীর ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আঁখির স্বামী নির্মাতা রাহাত কবির।

শনিবার (২৮ জানুয়ারি) শুটিং চলাকালীন আহত হন তিনি। শারমিন আঁখি চিকিৎসা চলছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। হাসপাতালে প্রায় এক মাস থাকতে হবে। আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় এক বছর সময় লাগবে।

আঁখির স্বামী নির্মাতা রাহাত কবির বলেন, সজলের সঙ্গে একটি টেলিফিল্মের শুটিং ছিল মিরপুর সাড়ে ১১তে। দুপুরের দিকে আঁখি মেকআপ নিয়ে ওয়াশরুমে যায় চুল ঠিক করতে। হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে এ ঘটনাটি ঘটে। তবে পুলিশের ধারণা, কেউ বডি স্প্রে ব্যবহার করেছে ওটার গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটতে পারে।

রাহাত আরো বলেন, শুটিং হাউসটি সম্পূর্ণ নতুন। এটি এই হাউসের দ্বিতীয় কাজ। পেইন্টিংয়ের স্মেল থেকেও হতে পারে। তবে কেউ নিদিষ্ট করে কিছু বলতে পারছে না। বিস্ফোরণে বাথরুমের দরজা ভেঙে যায়। চিৎকার করে আঁখি বেরিয়ে আসে। ততক্ষণে দুই হাত, পা ও কপালের একাংশ, চুলসহ ৩৫ শতাংশ বার্ন হয়ে যায়।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়