শাল্লায় গাছ কেটে বাঁধ মেরামত প্রতিবাদে মানববন্ধন

আগের সংবাদ

আজীবন সম্মাননা পাচ্ছেন ডলি জহুর ও ইলিয়াস কাঞ্চন

পরের সংবাদ

পাকিস্তানে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩ , ৬:০৪ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৯, ২০২৩ , ৬:২৯ অপরাহ্ণ

পাকিস্তানে অর্থনৈতিক দুর্দশার মধ্যে বিষফোঁড়া হয়ে উঠেছে জ্বালানির মূল্যবৃদ্ধি। চলতি সপ্তাহে দেশটির মুদ্রার ব্যাপক দরপতনের পর এবার পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে নাজেহাল জনসাধারণ।

জানা গেছে, রবিবার (২৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার বলেছেন, পেট্রোলের দাম প্রতি লিটারে ৩৫ রুপি বেড়ে ২৪৯ দশমিক ৮০ রুপি এবং ডিজেল প্রতি লিটারে ২৬২ দশমিক ৮ রুপি হবে। খবর ট্রিবিউনের।

দেশটির মন্ত্রীর এই ঘোষণার ১০ মিনিট পরেই দেশটির স্থানীয় সময় ১১ টা থেকে নতুন এই মূল্য কার্যকর হবে বলে জানানো হয়।

পাকিস্তানের অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের আন্তর্জাতিক তেলের মূল্যবৃদ্ধি ও রুপির মূল্যহ্রাসকে বিবেচনায় নিতে হবে, তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে এই দাম বৃদ্ধি করা হচ্ছে। কেননা তারা জানিয়েছে, মূল্যবৃদ্ধির প্রত্যাশায় কৃত্রিম ঘাটতি এবং জ্বালানি মজুদ করার খবর পাওয়া গেছে। তাই তা মোকাবিলা করতেই এই পদক্ষেপ’।

এদিকে, মন্ত্রীর এই ঘোষণার পরেই দেশটির বিভিন্ন পেট্রোল স্টেশনের বাইরে মানুষের দীর্ঘ লাইনের খবর পাওয়া গেছে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়