জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠানে রাষ্ট্রপতি

আগের সংবাদ

এক হালি ডিম ১০ হাজার টাকায় বিক্রি

পরের সংবাদ

নারী টি-টোয়েন্টি: ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩ , ৮:২২ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৯, ২০২৩ , ৮:২২ অপরাহ্ণ

আইসসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রবিবার (২৯ জানুয়ারি) ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। ব্যাটে বলে দারুণ পারফরমেন্সের সুবাদে প্রথম আসরেই শিরোপা ঘরে তুলে নিলো ভারতের মেয়েরা।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে আজ টসে জিতে ইংল্যান্ডকে আগে ব্যাট করতে আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক শেফালি ভার্মা। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের আগেই ৬৮ রানে গুটিয়ে যায় ইংলিশরা। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৭.১ বলে সবকটি উইকেট হারায় ইংল্যান্ড। ৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতকে ভালো শুরু এনে দেন ওপেনার শেফালি ভার্মা ও শ্বেতা শেরাওয়াত।

তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন ভারতের অধিনায়ক। ১১ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ১৬ রানে ১ উইকেট হারায় ভারত। এরপর চতুর্থ ওভারে ৬ বলে ৫ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন আরেক ওপেনার শ্বেতা। দুইজন সাজঘরে ফিরলেও হাল ধরেন ওয়ান ডাউনে নামা সৌমিয়া তিওয়ারি ও গঙ্গাদি তৃষা। তবে তৃষা ২৯ বলে ২৪ রান করে আউট হলেও তিওয়ারির ৩৭ বলে অপরাজিত ২৪ রানের সুবাদে ৭ উইকেটের জয় পায় ভারত।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়