সকালের নিউজ ফ্ল্যাশ

আগের সংবাদ

রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পরের সংবাদ

তেলেগু সিনেমায় নওয়াজুদ্দিন সিদ্দিকী!

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩ , ১১:৩৩ পূর্বাহ্ণ আপডেট: জানুয়ারি ২৯, ২০২৩ , ১১:৩৩ পূর্বাহ্ণ

বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। একাধিক সিনেমায় খলনায়ক চরিত্রে অসাধারন অভিনয়ের মাধ্যমে দশৃকদের মন কেরেছেন। এবার তেলেগু সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে।

শনিবার (২৮ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, বলিউডে বেশ সুনাম অর্জনের পর এবার দক্ষিণী সিনেমায় দেখা যাবে নওয়াজুদ্দিনকে। মূলত তেলেগুর অ্যাকশন সিনেমা ‘সেইনধাভ’-এর মহরতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। তবে এই সিনেমায় তার চরিত্র সম্পর্কে এখনো জানা যায়নি। তবে নওয়াজ ছাড়াও এই ছবিতে রয়েছেন ভেঙ্কটেশ, রানা ডাগ্গুবতী, নাগার্জুনসহ অনেক খ্যাতনামী তারকা। খবর আনন্দবাজার পত্রিকার।

শনিবার ছবির সেটে হাজির ছিলেন নওয়াজ। এদিন বজরংবলীকে নমস্কার করে দক্ষিণী ছবির সফর শুরু করেন তিনি। এই সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন ভেঙ্কটেশ।

সম্প্রতি মহরতের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশ করেছেন পরিচালক শৈলেশ কোলানু। এতে নওয়াজউদ্দিনের উদ্দেশে তিনি লেখেন, ‘দেশের অন্যতম সেরা অভিনেতাকে পেয়েছি। হলফ করে বলতে পারি, দুর্দান্ত একটা কাজ হতে চলেছে।’

অভিনেতা নিজেও মহরতের ছবি নিজের টুইটারে প্রকাশ করেছেন নওয়াজুদ্দিন। সর্বশেষ গত বছর ‘হিরোপন্তি-২’ সিনেমায় দেখা যায় এই অভিনেতাকে। চলতি বছর তার বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়