ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অভি, সচিব মোহন

আগের সংবাদ

রাতের নিউজ ফ্ল্যাশ

পরের সংবাদ

আওফি’র ফেলোশিপ পেলেন খায়রুল, সাঈদ

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩ , ৭:২৯ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৯, ২০২৩ , ৭:২৯ অপরাহ্ণ

বিশ্বব্যাপী ইসলামী অর্থায়ন শিল্পের মানদণ্ড প্রনয়নকারী প্রতিষ্ঠান ‘অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অরগানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে’র (আওফি) ফেলোশিপ লাভ করলেন বাংলাদেশের মো. খায়রুল হাসান ও মো. সাঈদ জুনাইদ। তারা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাহরাইনভিত্তিক প্রতিষ্ঠানটির সার্টিফাইড শরি’আহ অ্যাডভাইজর অ্যান্ড অডিটর (সিএসএএ) ফেলো ও সব ধরণের সুযোগ-সুবিধার অধিকারী।

মো. খায়রুল হাসান বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে কর্মরত। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে এমবিএ ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে কামিল (হাদিস) ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) ডিপ্লোমায়েড অ্যাসোসিয়েট। এর আগে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন।

মো. সাঈদ জুনাইদ বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে কর্মরত। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে লোকপ্রশাসনে মাস্টার্স, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে কামিল (হাদিস) ও বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) ডিপ্লোমায়েড অ্যাসোসিয়েট। এর আগে বাংলাদেশ সংবাদ সংস্থা, রেডিও টুডে, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও সাউথ এশিয়া ফাউন্ডেশন-বাংলাদেশ চ্যাপ্টারে কাজ করেন তিনি।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়