×

জাতীয়

জ্ঞানের বাতিঘর ছিলেন বিচারপতি কেএম সোবহান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ১০:২৩ পিএম

জ্ঞানের বাতিঘর ছিলেন বিচারপতি কেএম সোবহান

শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিচারপতি কেএম সোবহানের কলাম সংগ্রহ সময়ের কথকতার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: ভোরের কাগজ

বিচারপতি কেএম সোবহানকে জ্ঞানের বাতিঘর বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, কেএম সোবহান তার কাজ দিয়ে সবাইকে অনুপ্রেরণা দেয়ার পাশাপাশি সবাইকে আলোর পথ দেখিয়েছেন।

শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিচারপতি কেএম সোবহানের কলাম সংগ্রহ সময়ের কথকতার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বিচারপতি কেএম সোবহান ছিলেন আমাদের সম্পদ। তারা কাজ করেছেন দেশের মানুষের জন্য। মহান এই মানুষগুলোর মৃত্যুর পর তাদের নামে মেমোরিয়াল ট্রাস্ট করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, স্বৈরশাসনের সময়ের প্রায় সব ইতিহাস উঠে এসেছে বইটিতে। এসময় সমাজসচেতন সবাইকে বইটি পড়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির (ঘাদানিক) সভাপতি শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এএম আলাউদ্দিন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. মমতাজউদ্দিন ফকির। এছাড়া, অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, কলামিস্ট, গবেষক ও সিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল আলম, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. কুদরাতে খোদা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. রুমানা নাহিদ সোবহান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App