×

সাহিত্য

খুদে শিল্পীদের তুলিতে শীতের প্রকৃতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ০৬:৩০ পিএম

খুদে শিল্পীদের তুলিতে শীতের প্রকৃতি

রাজধানীর বোটানিক্যাল গার্ডেনে শনিবার ‘শিল্পের চিত্রে'র আর্ট ক্যাম্পে ছবি আঁকছে এক শিশু শিল্পী। ছবি: ভোরের কাগজ

খুদে শিল্পীদের তুলিতে শীতের প্রকৃতি

অংশ নেয়া শিশুরা।

চারপাশে সবুজের সমারোহ। যেদিকে চোখ যায় সবুজে সবুজ। চারপাশে দাঁড়িয়ে সুউচ্চ নানা জাতের বৃক্ষ। তারই ছায়ায় মেলা বসেছিল খুদে চিত্র শিল্পীদের। দারুণ এক আর্ট ক্যাম্প হয়ে গেল রাজধানীর জাতীয় উদ্ভিদ উদ্যানে। নাগরিক জীবনে খুব একটা প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ পায় না শহরের শিশুরা। তাদের সেই স্পর্শ ও কল্পনার সঙ্গে বাস্তবতার মেলবন্ধন ঘটানো এই আর্ট ক্যাম্পে। প্রকৃতির পাশে বসে ছোট্ট শিশুরা মনের মাধুরী মিশিয়ে আঁকলো জীবন্ত প্রকৃতি। কচিকাঁচাদের তুলির আঁচড়ে সৃষ্টি হয় এক একটি অসাধারণ চিত্রকর্ম। তাদের মাঝখান থেকেই হয়তো একদিন বেরিয়ে আসবে নতুন দিনের জয়নুল আবেদিন কিংবা এস এম সুলতান। গতকাল শনিবার (২৮ জানুয়ারি) শীতের সকালে মিরপুরের ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে এ আয়োজন করে শিল্প সংগঠন ‌'শিল্পের চিত্র'। তাদের দ্বিতীয় এ আর্ট ক্যাম্পে অংশ নেয় প্রায় অর্ধশত শিশু। যারা রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত। [caption id="attachment_402214" align="aligncenter" width="1599"] নিজেদের আঁকা ছবি দেখাচ্ছে শিশুরা।[/caption] আয়োজকদের একজন শিল্পের চিত্রের কর্ণধার প্রীতি দেব জানান, নাগরিক শিশুরা প্রকৃতির স্পর্শ পায় না। এই চিন্তা থেকেই তাদেরকে প্রকৃতির কাছাকাছি নিয়ে আসা। এ যেন প্রকৃতির কাছ থেকে শেখা। তিনি আরও বলেন, জলরং ওয়ার্কশপে সারাদেশ থেকেই শিশুরা এসেছে। জল রং, পেন্সিল স্কেচ দিয়ে শিশুরা অনেক সুন্দরভাবে এখানে ছবি আঁকছে, তাদের মনের ভাব প্রকাশ করছে। প্রকৃতির মাঝে এসে নিজেকে হারিয়ে ফেলেছে। ওয়ার্কশপ পরিচালনাকারী প্রশিক্ষক ও চিত্রশিল্পী এস বি প্রেম বলেন, শিশুদের নিয়ে এরকম অনুষ্ঠান ঢাকায় খুবই কম হয়। তাদের যদি আমরা এরকম সৃষ্টিশীল কাজে যুক্ত করে দেই তাহলে তাদের জগৎ বদলে যাবে। বাচ্চারা বাইরে আসবে একে অন্যের সঙ্গে দেখা হবে আনন্দ ও মজা করবে ছবি আঁকার প্রতি অনুপ্রাণিত হবে। আসবে ওদের আঁকা ছবি নিয়ে গ্যালারিতে প্রদর্শনী করব। এর আগেও আমরা তাই করেছি। সকাল ১০টা শুরু হওয়া এ অনুষ্ঠান চলে বিকেল তিনটা পর্যন্ত। ওয়ার্কশপ শেষে অতিথিদের উপস্থিতিতে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেয় 'শিল্পের চিত্র'।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App