×

সারাদেশ

অবৈধ ব্যাটারিচালিত ভ্যান ও ইজিবাইকে অতিষ্ঠ ডুমুরিয়াবাসী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ১০:২২ পিএম

অবৈধ ব্যাটারিচালিত ভ্যান ও ইজিবাইকে অতিষ্ঠ ডুমুরিয়াবাসী

যত্রতত্র ইজিবাইক দাঁড় করানোর ফলে যানজট লেগেই থাকে। এর ফলে এলাকাবাসী এসব অবৈধ যানবাহনের ওপর নাখোশ হয়ে উঠেছে। ছবি: ভোরের কাগজ

খুলনার ডুমুরিয়া উপজেলায় ব্যাটারিচালিত অবৈধ ভ্যান, ইজিবাইকের দাপটে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। ইচ্ছে হলেই যেখানে সেখানে ‘অঘোষিত স্ট্যান্ড’ বানিয়ে যাত্রী ওঠানামা করার ফলে এলাকার মূল সড়কগুলোতে প্রতিদিন যানজট লেগেই থাকে।

এসব অবৈধ যানবাহনের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা লেগেই আছে।

যাতায়াতের ক্ষেত্রে সুবিধা থাকায় এসব অবৈধ যানবাহনের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এখন ব্যাটারি, ইজিবাইকগুলো জনসাধারণের ভোগান্তির কারণ হয়ে এসব যানবাহন বন্ধে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করলেও অদৃশ্য কারণে সড়কে এসব যানবাহন গুলো দাপিয়ে বেড়াচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ডুমুরিয়া উপজেলার সদর, খুলনা সাতক্ষীরা মহাসড়ক, চুকনগর স্ট্যান্ড, খর্নিয়ার টিপনা নতুন রাস্তা,খর্নিয়া স্ট্যান্ড, কাঠাল স্ট্যান্ড, গুটুদিয়া রাস্তা মোড়, জিয়া সড়ক, ১৮ মাইল স্ট্যান্ড, শরাফপুর সড়কসহ বিভিন্ন এলাকায় এসব অবৈধ যানবাহনের কারণে যানজট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এসব যানবাহনের বেপরোয়া গতিতে প্রতিদিন কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছে।

উপজেলার ঘূর্ণিয়া এলাকার স্থানীয় বাসিন্দা শেখর রায় দুর্ঘটনার উদ্বেগ জানিয়ে বলেন, আমাদের এলাকার মানুষের তুলনায় ব্যাটারিচালিত ইজিবাইক ও ভ্যানের সংখ্যাই বেশি হবে। রাস্তায় বের হলে আতঙ্কে থাকি, কখন যে দুর্ঘটনায় পড়ি।

ডুমুরিয়া সদরে নাম প্রকাশে অনিচ্ছুক এক হকার বলেন, আগে যখন ব্যাটারি চালিত ইজিবাইক ভাড়া করে আমরা শান্তিতে বসে বাদাম, বুট, ছোলাসহ অনেক কিছু বিক্রি করতে পারতাম। এখন পাড়ার মতো পাই না বিক্রির জন্য।

১৮ মাইল বাজার এলাকার বাসিন্দা সোহাগ বলেন, আমাদের এলাকায় যখন থেকে ব্যাটারিচালিত এসব যানবাহন করেছিল, তখন ভেবেছিলাম আমাদের চলাচলে অনেক সুবিধা হবে। তবে এখন দেখি হিতে বিপরীত হয়েছে।

ইউনিয়ন চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার বলেন, এলাকার সড়কগুলোতে এসব যান চলাচল বন্ধের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। তাছাড়া, আমিও চাই, এসব যান চলাচল বন্ধ হোক। এসব যানবাহনের কারণে প্রতিদিনই কোথাও না কোথাও ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে।

এ বিষয়ে ডুমুরিয়ার খর্নিয়া হাইওয়ে পুলিশের কর্মকর্তা বলেন, অবৈধ ব্যাটারি চালিত ইজিবাইক বন্ধে নিয়মিত অভিযান চালাচ্ছি। এই সমস্যা দূর করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা বেশি জরুরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App