ঢাকাতে আ.লীগের সমাবেশ, বিকেলে নামবে বিএনপিও

আগের সংবাদ

২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেব

পরের সংবাদ

২০০ কোটির ক্লাবে পাঠান

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩ , ১২:০৪ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৮, ২০২৩ , ১২:৫৬ অপরাহ্ণ

মুক্তির দুই দিনেই দু’শো কোটির বেশি ব্যবসা করেছে শাহরুখ খান অভিনীত সিনেমা পাঠান। ফলে অনেকগুলো রেকর্ড নিজের ঝুলিতে নিয়েছে শাহরুখের সিনেমাটি।

দেশ-বিদেশ মিলিয়ে দুইদিনে মোট ২১৯.৬০ কোটি টাকা আয় করেছে ছবিটি। প্রথম দিনের আয় ১০৬ কোটি টাকা। ভারতে মোট ৫৭ কোটি টাকার ব্যবসা করেছে পাঠান। এর মধ্যে ৫৫ কোটি টাকা হিন্দি ভার্সানের মাধ্যমে আয় হয়েছে। আর ডাবিং ভার্সনের আয় ২ কোটি। হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম দিনে আর কোনো সিনেমার ক্ষেত্রে এমনটা হয়নি বলেই মত বিশেষজ্ঞদের।

মুক্তির দ্বিতীয় দিনে পাঠানের আয় হয়েছে ১১৩.৬০ কোটি টাকা। এর মধ্যে ভারতে ‘পাঠান’র আয় ৬৮ কোটি টাকা আর বিদেশে ৪৫.৬০ কোটি টাকা। চলচ্চিত্র বিশেষজ্ঞদের ধারণা, তিন দিনে তিনশো কোটি টাকা ছাড়িয়ে যাবে পাঠানের আয়।

যশরাজ ফিল্মস প্রযোজিত পাঠান সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ খান ছাড়াও সিনেমাটির ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা গেছে সালমান খানকে।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়