ফেব্রুয়ারির শুরুতে আসতে পারে শৈত্যপ্রবাহ

আগের সংবাদ

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ৯৩৬

পরের সংবাদ

মুক্তির অপেক্ষায় লোপেজের দ্য মাদার

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩ , ১২:১৮ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৮, ২০২৩ , ১২:৫৩ অপরাহ্ণ

মুক্তির জন্য প্রস্তুত জেনিফার লোপেজ অভিনীত আসন্ন নেটফ্লিক্স অরিজিনাল থ্রিলার দ্য মাদার। সিনেমাটি পরিচালনা করেছেন নিকি ক্যারো। সিনেমার গল্প লিখেছেন এইচবিও-এর মহাজাগতিক-হরর সিরিজ লাভক্রাফ্ট কান্ট্রি’র লেখক মিশা গ্রিন। খবর দ্য নিউজের।

নেটফ্লিক্স হোয়াটস অনুসারে, সিনেমাটির চিত্রগ্রহণ হয়েছে কানাডার ভ্যাঙ্কুভার ও স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের গ্রান ক্যানারিয়াতে। ২০২২ সালের ২৮শে জানুয়ারী সিনেমাটির চিত্রগ্রহণ শেষ হয়েছে। তবে ২০২২ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২০২৩ সালে নেয়া হয়েছে। চলতি বছরের ১২ মে নেটফ্লিক্সে বিশ্বব্যাপী মুক্তি পাবে দ্য মাদার।

একজন ঘাতক নারীর গল্প নিয়েই নির্মিত চলচ্চিত্রটি। যিনি একটি খুনের পর পালিয়ে যেতে বাধ্য হন। কয়েক বছর পর সেই নারী হত্যাকারী ফিরে আসেন তার মেয়েকে কিছু বিপজ্জনক পুরুষের হাত থেকে রক্ষা করার জন্য।

সিনেমাটির মুল ভূমিকায় অভিনয় করেছেন পপতারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। এতে আরো রয়েছেন মিশা গ্রিন, বেনি মেদিনা, রয় লি সহ প্রমুখ।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়